রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনকালে সহকর্মীকে গুলি করে হত্যায় অভিযুক্ত কনস্টেবল কাওসার আলী মানসিকভাবে অসুস্থ থাকলেও সংশ্লিষ্ট চিকিৎসকের দেয়া সুস্থতার সনদ দেখিয়ে কাজে ফিরেছিলেন।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আইজিপি বলেন, কাওসারকে ফিট ঘোষণার পর তাকে দায়িত্বে পুনর্বহাল করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।