মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনের জের ধরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে নির্বাচিত চেয়ারম্যানের সমর্থক এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় হামলার শিকার আহত রতন দেব (৫০) শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেছেন।
থানা করা অভিযোগ সূত্রে জানা যায়, আহত রতন দেব সদ্য সমাপ্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রেমসাগর হাজরার সমর্থক ছিলেন। শ্রীমঙ্গল পৌরসভার ৪ নং ওয়ার্ড পূর্বাশা আবাসিক এলাকার কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ নব নির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায়ের সমর্থক ছিলেন। সোহাগ গত ২০ মে রতন দেব কে পূর্বাশায় প্রেমসাগর হাজরার পক্ষে নির্বাচনি প্রচারনা করতে নিষেধ করেন, নির্বাচনে প্রচারনা করলে তার জানমালের ক্ষতি সাধনের হুমকি দেন।
গত ৫ জুন বিকেলে রতন দেব পূর্বাশায় একটি চায়ের দোকানে বসা থাকা অবস্থায় কাউন্সিলর সোহাগ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রতন দেবের উপর হামলা চালান৷ হামলায় রতন দেব গুরুতর আহত হোন।
জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন,‘আমি জেলায় একটি মিটিং এ আছি। মিটিং শেষে আমি থানায় এসে এ ব্যাপারে ব্যবস্থা নিব।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।