দীর্ঘ ২৫ বছরের ফিল্মি ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন বলিউড তারকা রানী মুখার্জি। যদিও মেয়ে আদিরার জন্মের পর বেশ কিছুদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন রানী। বিরতি কাটিয়ে আবার প্রিয় প্রাঙ্গণে ফিরেছেন বলিউডের প্রথমসারির অভিনেত্রী। শেষ ১৪ বছরে নৌ ওয়াল কিলড জেসিকা, মর্দানি, মর্দানি ২, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের মতো ছবি রয়েছে রানীর ঝুলিতে। রানী মুখার্জি অভিনীত শেষ ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ মুক্তি পায় গত বছর। মাঝে কেটে গেছে বেশ অনেকগুলো দিন। এবার পরবর্তী ছবির কাজ শুরু করবেন রানী। পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, সোনালী বোসের ছবিতে দেখা যাবে রানীকে।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, গত দুবছরে রানী অনেকগুলো স্ক্রিপ্ট পড়েছেন। পছন্দ হয়েছে সোনালী বোসের চিত্রনাট্যই। এটি একটি ফ্যামিলি ড্রামা। ২০২৪-এর সেপ্টেম্বরে শুরু হবে সিনেমার শুটিং। চলবে এই বছরের শেষ পর্যন্ত। আগামী বছর অর্থাৎ ২০২৫-এ মুক্তি পাওয়ার কথা ছবিটির। এরই মধ্যে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। প্রযোজনা সংস্থার জঙ্গলির ব্যানারে আসছে রানীর এই নতুন ছবি। সিনেমার জন্য তারকার খোঁজ চলছে। এই প্রযোজনা সংস্থার তরফে অতীতে মুক্তি পেয়েছে ‘রাজি’, ‘বাধাই হো’-এর মতো ছবি।
জানা গেছে, সোনালী বসুর ছবির কাজ শেষ হলে মর্দানি ৩-এর কাজ শুরু করবেন রানী। এই মুহূর্তে স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে বলেই খবর। আমু, দ্য স্কাই ইজ পিঙ্ক, মর্ডান লাভ: মুম্বাই-এর মতো বেশ কিছু ছবি পরিচালনার কাজ করেছেন। প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন রানী মুখার্জি। সেই সময় থেকে যে লড়াই শুরু হয়েছে তা আজও জারি। এক সাক্ষাৎকারে জীবনের সেই লড়াইয়ের কথাই বলেছেন অভিনেত্রী।
রানী বলেন, ‘আমার বয়স যখন ১৬ বছর তখন থেকে অভিনয় শুরু করেছি। দেখতে দেখতে অনেক বছর কেটে গিয়েছে। এখনো কিন্তু আমার সেই কঠিন জার্নিটা চলছে। আর সেটা হলো অভিনয় শেখার। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটানোর পরও আমার মনে হয় অনেক কিছু শেখার বাকি রয়ে গিয়েছে। মনে হয় এই তো সেদিন বিটাউনে পা রাখলাম। দীর্ঘ ২৫-২৬ বছর পরও সেই লড়াইটা চলছে। একজন অভিনেত্রীর জীবনে শেখার কোনো শেষ নেই। এখনো আমার অনেক কিছু শেখার অনেকটা বাকি।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।