বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম।
বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম ।
তিনি বলেন, "দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম।"
প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
এছাড়াও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে যমুনার বাসভবনে সাক্ষাৎ করেছেন।
তারা ড. মুহাম্মদ ইউনুস কে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকেও নিজের পদত্যাগের বিষয়ে সহকর্মীদের ইঙ্গিত দিয়েছিলেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।