মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে গিয়াস উদ্দিন নামে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
রবিবার (১৯ মে) রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই রানা, এএসআই সাইদুর সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার একটি মাদক মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই রানা গিয়াস উদ্দিনকে গ্রেফতারের সত্যতা নিিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।