মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার দুপুরের দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটির একটি বা একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে, তবে তেলের কোনো বিস্ফোরণ বা আগুনের ঘটনা ঘটেনি। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাইনচ্যুতির কারণে সিলেট-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাষ্টার শাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বগির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।