মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ভেজাল মসলার কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার সাগরদিঘী সড়কের ভাই ভাই মসলা মিলে অভিযান চালানো হয়। এসময় মসলায় ভেজাল মিশ্রণের অপরাধে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মসলায় ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর অবস্থায় মসলা উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ আইনে খসরু আলমের মালিকানাধীন সাগরদিঘী রোডের ভাই-ভাই মসলা মিলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।