মৌলভীবাজারের শ্রীমঙ্গল কাকিয়ার বাজারের একটি নারিকেল গাছের গোড়ায় থাকা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার(১মে) দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়ার বাজারের একটি চা গোডাউনের দোকান থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, দাঁড়াশ সাপটি বৃহস্পতিবার দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়ার বাজারের একটি চা গোডাউনের দোকানে আকস্মিকভাবে ঢুকে পড়ে। এতে ভয়ে দোকানের লোকজন সাপটি মারার প্রস্তুতি নেয়। এমন সময় সাপটি দোকান থেকে তড়িঘড়ি করে বেড়িয়ে পড়ে। তখন নিজেকে আত্মরক্ষার জন্য ভয়ে একটি নারিকেল গাছের গোড়ায় ঢুকে পড়ে।
লোকজনেরা ধাওয়া করে নারিকেল গাছের গোড়ায় খোঁচিয়ে সাপটি মারার চেষ্টা চালায়। এ অবস্থা দেখে মামুন আহমদ নামের এক ব্যক্তি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সাপটিকে নারিকেল গাছের গোড়া থেকে টেনে বের করে নিয়ে আসেন।
স্থানীয় লোকজনরা সাপটিকে প্রথমে বিষধর গোবরা সাপ মনে করে ভয় পেয়ে যায়। তবে স্বপন দেব সজল এটিকে দাঁড়াশ সাপ চিহ্নিত করেন।
তিনি জানান, কৃষকের বন্ধু এ সাপটির নাম দাঁড়াশ। এটি ফসলের ক্ষতিকারক ইঁদুরসহ বিভিন্ন কিছু খেয়ে জীবন বাঁচায়। খাদ্য সংকটে লোকালয়ে বেড়িয়ে এসেছে।
তিনি আরও বলেন, দাঁড়াশ সাপ মূলত কৃষকের বন্ধু। ফসলের ক্ষতিকারক ইঁদুরসহ বিভিন্ন প্রাণি খেয়ে জীবন ধারণ করে। এক রকম নির্বিষ প্রজাতীর প্রাণী।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।