মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার হাজী মো. ইব্রাহীম খাঁন কে.জি স্কুলের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সকাল ১১টার সময় উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও ছাত্রী-শিক্ষকের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনু্ষ্টিত হয়।
হাজী মো. ইব্রাহীম খাঁন কে.জি স্কুল দীর্ঘ ১০বছর পর নিজস্ব ভাবনে যাত্রা শুরু করে। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, হাজী মো. ইব্রাহীম খাঁন কে.জি স্কুলের সভাপতি মো. ইমান মিয়া ও সাধারণ সম্পাদক রওশন আরা সালেহা।
জাংগালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আলিক মিয়ায় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু।
এসময় বিশেষ অতিথি ছিলেন জাংগালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্বাছ আলী, ছলিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশিক মিয়া, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদ আলী, স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহমেদ মধু, চিতলীয়া জনকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আহমেদ ও আমেরিকান প্রবাসী, জাংগালীয়া হযরত শাহজালাল সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্টাতা ও সাধারণ সম্পাদক মহসিন আহমেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, স্কুলের অভিভাবক, ও ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্ধ।
স্কুল কমিটির সভাপতি মো. ইমান মিয়া ও সাধারণ সম্পাদক রওশন আরা সালেহা জানান, ‘খুব পরিশ্রমের মাধ্যমে স্কুলটা এই পর্যন্ত আমরা নিয়ে এসেছি। দীর্ঘ ১০ বছর আমরা বেড়ার ঘরে ছাত্র ছাত্রীদের ক্লাস নিয়েছি। এখন স্কুলে নিজস্ব ভবন হয়েছে। আমরা সকল কে.জি স্কুলের নিয়ম অনুযায়ী ক্লাস ও অন্যান্য নিয়ম অনুসারে করি। আমাদের ৫জন শিক্ষক দ্বারা পরিচালিত নার্সারী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত ৯০জন শিক্ষার্থী আছে। শুরু থেকে আমরা ছাত্র ছাত্রীদের ফ্রী’তে স্কুল ড্রেস প্রদান করেছি।’
স্কুল প্রধান শিক্ষক সাজনা বেগম জানান, সকল অভিভাবকের সহযোগীতায় আমাদের স্কুলে যতেষ্ট পরিমান শিক্ষার্থী আছে। আগামীতেও আরও হবেন। অন্যান্য কে.জি স্কুলের চাইতে আমাদের পড়ার মান অনেক উন্নত।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।