ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির প্রত্যেককে ৮ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুক্রবার এ আদেশ দেন।
রিমান্ডের আদেশ পাওয়া তিনজন হলেন সৈয়দ আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ওই তিন আসামিকে আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন আসামির প্রত্যেককে আট দিনের রিমান্ড দেন।
আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলেন শিলাস্তি রহমান। তিনি ঘটনার কিছুই জানেন না বলে দাবি করেন।
ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে ভারত গিয়ে নিখোঁজ হন।
বুধবার সকালে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দায়িত্বশীল পক্ষে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় পুলিশের তথ্যে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এমপি আনারের মরদেহ পাওয়া যায়নি।
এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার তিনজনকে ওই মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।