মৌলভীবাজারের কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আছকির মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ বক্স।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে জমিতে কাজের জন্য যান আছকির মিয়া। এ সময় জমিসংক্রান্ত বিরোধে মিছির আলি গং আছকিরসহ তার সাথে থাকা আরও ২ জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও থানার ওসি মো. আলী মাহমুদ।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনার পর থেকে মিছির আলি গং পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।