মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু।
নিহত যুবকের নাম সমুজ মিয়া (৩০) তিনি রসুলপুর গ্রামের ছানোয়ার মিয়ার ছেলে।
আজ (সোমবার ০৬ মে) সকাল ১০টায় উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমুজ মিয়া রসুলপুর গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময়ে জমির পাশেই একটি ছড়ায় মাছ ধরতে যান সমুজ মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার এমন মৃত্যৃতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন। বলেন, ‘সমুজ মিয়ার এমন মৃত্যু দুঃখজনক
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।