মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাড়িয়া ভাষা জানা দুই নারীর সাথে সাক্ষাত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার সকালে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের গেষ্ট হাউজে খাড়িয়া ভাষা জানা বাংলাদেশের সত্তুর ঊর্ধ্ব দুই নারী (শুধু তারাই ভাষাটি ভালোভাবে জানে) খ্রিস্টিনা কেরকাটা, ভেরোনিকা কেরকাটার সাথে দীর্ঘ সময় আলোচনা করেন প্রধান বিচারপতি।
এসময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, সিনিয়র জেলা ও দায়রা জজ আল- মাহমুদ ফায়জুল কবির, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় প্রমুখ।
প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, আমাদের দেশে অনেক ধরনের ভাষা আছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেকের মাতৃভাষা ভিন্ন। সকলের মাতৃভাষা রক্ষার জন্য সরকার মাতৃভাষা ইনস্টিটিউট করেছে। এর মাধ্যমে মাতৃভাষা টিকিয়ে রাখার কাজ করা হচ্ছে। আজ বাংলাদেশে বিলুপ্ত প্রায় খাড়িয়া ভাষাভাষীর দুই নারীর সাথে কথা হয়েছে। তাদের সাথে কথা বলে মনে হয়েছে তাদের ভাষা টিকিয়ে রাখতে হলে সরকারের আরো উদ্যোগ নিতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব এবং সরকারের সাথে কথা বলব সরকার যেন আরো বেশি উদ্যোগ নিতে পারে ভাষাগুলো রক্ষার জন্য। প্রয়োজনে ভারতে যেখানে তাদের ভাষাভাষীর মানুষ আছে সেখান থেকে বর্ণমালা সংগ্রহ করা যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।