প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ১১:১৬ এ.এম
শ্রীমঙ্গলে মে দিবসে চা শ্রমিক সমাবেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস উপলক্ষে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ভাড়াউড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে দেশের প্রতিটি চা বাগান থেকে বাস, ট্রাক, ট্রাকটারসহ বিভিন্ন পরিবহনে চেপে চা শ্রমিকরা সমাবেশে উপস্থিত হন। বেলা বাড়ার সাথে সাথে হাজারো চা শ্রমিককের ভীড় জমে উঠে ভাড়াউড়া চা বাগানে।
বেলা ১টায় তিন সহস্রাধিক মানুষ নিয়ে এক বিশাল র্যালী বের হয়। র্যালীটি ভাড়াউড়া চা বাগান থেকে শুরু করে শহরের মৌলভীবাজার সড়কে প্রবেশ করে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো ভাড়াউড়া চা বাগানে গিয়ে শেষ হয়।
পরে বেলা ৩টার দিকে মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নৃপেন পাল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, শ্রীমঙ্গল উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা সহ চা বাগানের বিভিন্ন ভ্যালীর সভাপতি।
এদিকে চা শ্রমিক সমাবেশ শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি মাখন লাল কর্মকার সভায় সভাপতিত্ব করেন। সভায় চা শ্রমিক ইউনিয়নের প্রতিটি ভ্যালীর সভাপতি সাধারণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com