মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল মিয়া (২৮) পালিয়েও শেষ রক্ষা হলো না। ধর্ষনের ৭ দিনের মধ্যে র্যাব-৯, সিপিসি-২ এবং র্যাব-৭, এর যৌথ অভিযানে গণধর্ষণ মামলার মূল আসামী পাভেল মিয়া চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নজিরাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে।
এদিকে সোমবার (২৮এপ্রিল) র্যাবের হাতে গ্রেফতারকৃত পাভেলকে আনতে কমলগঞ্জ থানার একটি বিশেষ টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত (২২ এপ্রিল) অটোড্রাইভার রনি ও পাভেল উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার এক গৃহবধুকে রাতে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে দারালো অস্ত্রের ভয় দেখিয়ে গণ ধর্ষণ করেছিল। ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় পাভেল ও রনিকে আসামী করে মামলা দায়ের করেছিল। কমলগঞ্জ থানার পুলিশ ২৩ এপ্রিল দুপুরে অপর আসামী অটোড্রাইভার রনি মিয়া (৩২) কে আটক করেছিল।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।