মৌলভীবাজারের কমলগঞ্জে “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি” এই প্রতিপাদ্য নিয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ভানুগাছ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
এ সময় উপস্থিত কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাম ইবনে খতিব, উপজেলা খাদ্য পরিদর্শক আশিষ কুমার রায়, উপজেলা বিএনপি ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, ভানুগাছবাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।
ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৩২১ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৬৮ টন সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।