যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে গত ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে জাপানি মুদ্রা ইয়েনের দর।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার ইউএস ডলারের বিপরীতে ১৬০ দশমিক ১৭ শতাংশ দরপতন হয়েছে জাপানি ইয়েনের, যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ। এমন বাস্তবতায় মুদ্রাটির দরপতন রোধে ২০২২ সালের শেষের দিকের পর জাপান সরকার ফের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান (বিওজে) দীর্ঘদিন ধরে খুব কম সুদহার বজায় রেখেছে। এর মধ্যেই ২০২১ সালের শুরু থেকে ধারাবাহিকভাবে ডলারের বিপরীতে দরপতন হচ্ছে ইয়েনের।
বিওজে গত মাসে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সুদহার বাড়ায়, কিন্তু এরপরও ঠেকানো যায়নি ইয়েনের দরপতন।
আল জাজিরা জানায়, দুর্বল ইয়েন জাপানের রপ্তানিকারকদের মুনাফা বাড়াতে সহায়তার পাশাপাশি পূর্ব এশিয়ার দেশটিতে বেড়াতে আসা পর্যটকদের পকেট ভারী রাখতে সাহায্য করেছে। অন্যদিকে জাপানি মুদ্রার মানের এ অবনমনের ফলে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে বিভিন্ন পরিবারের বাজেটের ওপর চাপ সৃষ্টি হয়েছে।
জাপানের কর্মকর্তারা বিভিন্ন সময়ে বলেছেন, তারা ডলার ও ইয়েনের বিনিময় হারে বড় ধরনের উত্থান-পতন রোধে ব্যবস্থা নিতে প্রস্তুত, তবে দীর্ঘ সময় ধরে মুদ্রার দরপতন হতে থাকলেও এ নিয়ে হস্তক্ষেপ করেননি তারা।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।