জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু হয় লাক্সের মাধ্যমেই। ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার খেতাব জয় করেই তিনি হুমায়ুন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শককে মুগ্ধ করেন। এরপর বহু নাটকেও তিনি অভিনয় করেছেন। বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে খ্যাতি লাভ করেছেন এই নন্দিত তারকা।
এই প্রজন্মের চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে বিদ্যা সিনহা মিম যখন যেখানে কাজ করেছেন সেখানেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। যখন তিনি নাটকে অভিনয় করতেন, তখন তিনি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। আবার যখন নাটক ছেড়ে সিনেমায় পুরোপুরি মগ্ন হলেন তখন তিনি তার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য মিম সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন।
২০২২ সালে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি একজন জাত অভিনেত্রী হিসেবে দর্শকের কাছ থেকে স্বীকৃতপ্রাপ্ত হন। এই সিনেমায় মিমের দুর্দান্ত অভিনয় দর্শককে হলমুখী করে তোলে। এরপর একই পরিচালকের ‘দামাল’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়। আগামী ১১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রথম সম্মাননা প্রদান (বিএফডিএ) অনুষ্ঠান। এই আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠে যেতে পারে মিমের হাতে।
আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘লাক্স’-এর এক শ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণ করবেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। অনুষ্ঠানে পারফর্মও করবেন তিনি। লাক্স সুপারস্টার হওয়ার পর লাক্সের বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন মিম। এদিকে ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় মিম শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে মিমের অভিনয় নিয়ে ভীষণ সন্তুষ্ট শহীদুল্লা কায়সার-পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী, রাজনীতিনবিদ শমী কায়সার।
বিদ্যা সিনহা মিম বলেন, ‘লাক্স আসলে আমার জীবনজুড়ে আছে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার হিসেবেই আমার জীবনের নতুন দিগন্তের সূচনা। আজ লাক্সের শতবছর পূর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারছি- এটাও এক অন্যরকম ভালোলাগা। আর অভিনয় আমার পেশা। সিনেমাতে কিংবা ওয়েব সিরিজে যখন অভিনয় করি পূর্ণ মনোযোগ দিয়েই করি। কোনটা আসলে পুরস্কার আনবে, কোনটা আনবেনা-তা নিয়ে ভাবিনা কখনো। তবে দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।