চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের পাঁচটি জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। তবে এসব জেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) আছে, সেগুলোতে কর্তৃপক্ষ চাইলে ক্লাস চালু রাখা যাবে।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী। এ জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গরমের মধ্যে এক সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ থাকার পর রোববারই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এদিন থেকেই চালু হয়েছে ক্লাস। শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।