কর্মক্ষেত্র ‘টক্সিক’ হওয়ায় চাকরি ছেড়েছেন এক যুবক। সেই সাথে বিদায় নেয়ার দিন ঢোল বাজিয়ে নেচেছেনও তিনি। এই ঘটনা ঘটেছে ভারতের পুনেতে।
ওই যুবকের নাম অনিকেত। তিনি একটি কোম্পানিতে সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন। একই সাথে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। কর্মস্থলের পরিবেশ অসহ্যকর হওয়ার কারণে চাকরি ছেড়ে দেন তিনি। সেই সাথে নিজের চলে যাওয়াকে সেলিব্রেট করতে মিউজিশিয়ান ডেকে ঢোল বাজিয়ে অফিসের সামনে নাচেন অনিকেত। সেই ভিডিও ইন্সটাগ্রামেও পোস্ট করেন তিনি। অনিকেত ভিডিওতে লিখেছেন, আমি মনে করি আপনারা অনেকেই এই বিষয়টি বুঝতে পারবেন। টক্সিক কর্মক্ষেত্র বর্তমানে খুবই সাধারণ একটি বিষয়। সেই সাথে অসম্মান ও অগ্রহণযোগ্যতাও বেড়ে চলেছে।
অনিকেত আরো জানান, গত তিন বছর ধরে এই চাকরি করছেন তিনি। তবে বস তাকে কোনোরকম সম্মান দিতেন না। এছাড়া তার যে বেতন বাড়ানো হয়েছিলো তা অনেকটা বাদাম খাওয়ার টাকা দেয়ার মতো।
ভিডিওতে দেখা যায়, ঢোলের তালে তালে নাচছেন অনিকেত। সেই সাথে তার বসকে বলছেন, সরি স্যার, বাই বাই। এসময় তার বস বারবার ভিডিওটি বন্ধ করতে অনুরোধ করেন। চাকরি ছেড়ে নতুন জীবনে পা দেওয়ায় ওইদিন সন্ধ্যায় অনিকেতের বন্ধুরা একটি পার্টির আয়োজন করে।
অনিকেতের স্বপ্ন ছিলো ফিটনেস ট্রেইনার হওয়ার। এখন চাকরি ছেড়ে সেই স্বপ্নকেই বাস্তবায়ন করার চেষ্টা করছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।