মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় পৌরশহরের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি শনিবার দুপুর ১২ টার দিকে কুলাউড়া রেলস্টেশনে প্রবেশের আগে পৌর শহরের আলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
কুলাউড়া রেলস্টেশন মাস্টার রুমান আহমদ বলেন, দুর্ঘটনার বিষয়টি খবর পেয়ে আমি কুলাউড়া রেলওয়ে থানা-পুলিশকে জানানোর পর, রেলওয়ে থানা পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।