প্রধানমন্ত্রীর নির্দেশে নৌপরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাহাজ মালিকসহ দেশি ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহসহ ২৩ জন নাবিক মুক্তি পাওয়ায় শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসব ঝুঁকিপূর্ণ পথে চলাচলকারী জাহাজগুলোতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও বৃদ্ধি করার জন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে জলদস্যুতা ঠেকাতে সোমালিয়া উপকূলসহ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা ও নজরদারি বাড়ানের জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।