ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট থেকে প্রবাসীর হারিয়ে যাওয়া মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি সিলেটের বালাগঞ্জ উপজেলার
হিসাক আলী'র ছেলে আব্দুল আহাদ।
এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০ টায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের শ্রী রসময় চন্দ্র এয়ারপোর্ট থানার একটি জিডি (জিডি নং-৫০৩ তাং-১২/০৪/২০২৪) এবং অধিনায়ক ৭ এপিবিএন সিলেট বরাবর একটি লিখিত অভিযোগ।
লিখিত অভিযোগে তিনি বলেন, তার দুইটি samsung মোবাইল ফোন ও ০২(দুই) টি পাসপোর্ট কাস্টম স্ক্যানিং মেশিনের সামনে হারিয়ে যায়। উক্ত মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৭ এপিবিএন সিলেটের অধিনায়কের নিকট সহযোগিতা চান। পরবর্তীতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ফরিদুল ইসলামের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি:) এস এম আল মামুনের নেতৃত্বে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের ইন্টেলিজেন্স টিম সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে একই বিমানে দুবাই থেকে আসা সিলেটের বালাগঞ্জ উপজেলার হিসাক আলী'র ছেলে আব্দুল আহাদের (পাসপোর্ট নং- A06247538) বাড়ীতে অভিযান পরিচালনা করে ২ টি মোবাইল ও ২ টি পাসপোর্ট উদ্ধারসহ আব্দুল আহাদ'কে আটক করে। ৭এপিবিএন মিডিয়া সেলের এএসআই পাবেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরে আটককৃত আব্দুল আহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এসএমপি সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।
উদ্ধারের পর শ্রী রসময় চন্দ্র দ্রুত সময়ের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করায় ৭এপিবিএন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।