চট্টগ্রামের ফটিকছড়ি ও পটিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ কিশোর ও ২ তরুণ নিহত হয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত ও ১ কিশোর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলো- মো: আব্দুল্লাহ (১৭) এবং মো: মোস্তাকিম (১৩)। আহত হয়েছে মো. রাহাত (১৩)। তারা ৩ জন পরস্পর পরস্পরের খালাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
অন্যদিকে কিশোর একটি মোটরসাইকেলে করে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হওয়ার সময় পিছন থেকে দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়ার পর একজন এবং চট্টগ্রামে নেয়ার পথে ১ জনসহ মোট ২ জন মারা যান।
এছাড়াও এ ঘটনায় গুরুতর আরও একজন হলেন মাইজভান্ডার দরবার শরীফ এলাকার মো: জানে আলমের ছেলে মো: রাহাত (১৬)। সম্পর্কে তারা আপন খালাতো ভাই।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, গুরুতর আহত অবস্থায় ৩জন রোগী মেডিক্যাল এ নিয়ে আসা হয় তন্মধ্যে একজন মৃত ছিল। অন্য ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম নেয়ার পথে আরও একজন মারা গেছে শুনেছি।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, মোটরসাইকেল এবং বাস দুর্ঘটনায় ২জন মারা গেছেন। এ ঘটনায় বাস এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাস চালককে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ওসমানের পুত্র মোঃ হৃদয় (২২) ও একই এলাকার ফোরকান বাদশার পুত্র মোঃ ইমরান (২০)।
বিষয়টি নিশ্চিত করেন পটিয়া হাইওয়ে থানার এসআই আবদুর রশীদ জানান, যাত্রীবাহী লোকাল বাসটি জব্দ করা হয়েছে এবং নিহত দুইজনের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মনসার টেক মেম্বারের দোকানের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুইজন শান্তির হাট এলাকা থেকে বোয়ালখালীর দিকে যাচ্ছিল। এসময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।