রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হযেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রোটারী ক্লাবে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি সুব্রত দাশ, সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, রোটারীয়ান শাহ আরিফ আলী নাসিম, রোটারীয়ান সাজ্জাদুর রহমান সাজু, রোটারীয়ান আতিকুল আম্বিয়া সুমন, রোটারীয়ান নাঈম সরফরাজ, রোটারীয়ান বিকুল চক্রবতী, রোটারীয়ান বাচ্চু মিয়া ও পল হ্যারিস রোটারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগমসহ রোটারী ক্লাবের অনান্য সদস্যরা।
শ্রীমঙ্গল রোটারী ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে দুইশতাধিক মানুষের মধ্যে, চাল, ডাল, তেল, লবন, সেমাই, চিনিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।