কুড়িগ্রামের উলিপুরে পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাতে পৌর শহরের পূর্ব নাওডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী রুস্তম আলী জানান, ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মৎস্য চাষি রুস্তম আলী ও সুদর্শন চন্দ্রের ছেলে দিবল চন্দ্র বাড়ির পার্শ^বর্তী ৭ একর জমির পুকুর ৫ বছরের জন্য লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। শুক্রবার রাতে কোন এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়। রাতেই মাছগুলো ভেসে বেড়াতে দেখে উপজেলা মৎস্য অফিসে খবর দেয় তারা। সকাল হতেই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার বলেন, রাতে খবর পেয়েছি। খবর পেয়ে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।