চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা ও শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্য হয়েছে। এর মধ্যে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে ৫-৬টি শিশু দুপুরে গোসল করতে নামে। এ সময় উপজেলার রাধানগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১২) ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) নিখোঁজ হয়। বিকেল ৩টার দিকে ফায়াস সার্ভিসের কর্মীরা শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার তত্তিপুর ব্রিজ সংলগ্ন পাগলা নদীর ঘাটে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গঙ্গাস্নান করার সময় ডুবে নিখোঁজ হয় রানিহাটি কর্মকারপাড়ার রূপকুমারের মেয়ে পিয়াঙ্কা (১১)। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ও ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।