ব্যাংকে ডাকাতির ঘটনায় অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোন সংগঠনের সন্ত্রাসী মদদ নেই বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেলওভারপাস, সাতটি ওভারপাস ও একটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।
বান্দরবানের রুমায় গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংকে হামলা চালায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ওই দিন ব্যাংক থেকে তারা কোনো টাকা নিতে না পারলেও পরের দিন দুপুরে থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে সংগঠনটি।
কেএনএফের সঙ্গে ভারতের মিজোরামের সংযোগ নিয়ে প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘মিজোরামের সঙ্গে সম্পর্ক আছে ঠিক জানি না। সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন থেকে মদদ দেয়ার সুযোগ নেই। তদন্ত চলছে। সব সত্যই বেরিয়ে আসবে।’
তিনি আরও বলেন, ‘পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। বিক্ষিপ্ত কিছু ঘটনা। এখানে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই।
‘চীন ও ভারত সীমান্তের কাছে চিন স্টেট নামে একটা স্টেট আছে। ওখানে কেএনএফের একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। তাদের সাথে আগে আলোচনা হলেও কেন তারা বিদ্রোহ করল তা খতিয়ে দেখা হচ্ছে।’
কেএনএফ সংক্ষুব্ধ হয়ে হামলা চালাতে পারে মন্তব্য করে কাদের বলেন, ‘যদি বাইরের কারও সাপোর্ট থাকে, ইউপিডিএফ, সন্তু লারমার জনসংহতি সমিতি বললে আলাদা কথা। এই ক্ষুদ্র বিচ্ছিন্ন গোষ্ঠীকে কে সমর্থন দেবে? সংক্ষুব্ধ হয়ে তারা এটি করতে পারে।’
ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গতবারের ন্যায় এবারের ঈদযাত্রাও স্বস্তিদায়ক। সড়কে গাড়ির চাপ আছে, তবে যানজট থাকবে না।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।