বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নিবার্চন অগ্রগতিসহ সকল কার্যক্রমকে ব্যাঘাত ঘটানোর চেষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা প্রমুখ।
সংবাদ সম্মেলনে চা শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বর্তমান নির্বাচিত কমিটি চা শ্রমিকদের ভোটে নির্বাচিত নেতৃবৃন্দ হিসেবে চা শ্রমিক স্বার্থে একনিষ্ট ভাবে কাজ করে আসছে। বিগত করোনা প্রার্দুভাব ও মজুরীর বৃদ্ধির আন্দোলন প্রভৃতির কারনে আমাদের নির্বাচন কিছুটা পিছিয়ে ছিলো। মাননীয় প্রধান মন্ত্রী নিদের্শনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয় কর্তৃক আমাদের নির্বাচন কমিশন ইতিপূর্বে গঠিত হয়েছে। আমরা নির্বাচনী ব্যায় সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের সঞ্চিত চাঁদা হতে আমরা নির্বাচন কমিশন বরাবরে বিশ লক্ষ টাকা দাখিল করেছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে নির্বাচন ব্যয় প্রায় সত্তর লক্ষ টাকা হতে পারে। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন সংক্রান্ত সকল প্রকার সভা প্রস্তুতিসহ ভোটার তালিকা হালনাগদ করার কার্যক্রম শুরু করেছেন। ভোটার তালিকা হালনাগদ বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক সকল বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বরাবরে পত্র প্রেরন করা হয়েছে, একই বিষয়ে বাংলাদেশীয় চা সংসদ এর পাশাপাশি আমরাও সকল চা বাগানে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য পত্র প্রেরন করেছি। এভাবে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে আসছে। কিন্তু অতন্ত্য দুঃখজনক বিষয় যে, একটি কু চক্রি মহল সাধারন চা শ্রমিককে ভুল বুঝিয়ে। তাদের নেতৃত্বে বিভিন্ন শ্রম আদালতে সম্পূন মিথ্যা মামলা দায়ের করে নির্বাচনকে ব্যাঘাত ঘটানোর পায়তারা করছেন। যার মধ্যে চট্টগ্রাম শ্রম আদালতে তাদের নেতৃত্বে দায়ের করা মামলা মিথ্যা প্রমানিত হয়ে মাননীয় আদালত মামলাটি খারিজ করেছেন। আমরা নির্বাচন অনুষ্ঠানের প্রতি আন্তরিক এবং অচিরেই আশা করছি নির্বাচন কমিশন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করবেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।