মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন মনি দাস (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রতন দাস দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের মৃত নন্দলাল দাসের ছেলে। রতন পেশায় জেলে ছিলেন।
স্থানীয়রা জানান, রতন মনি দাস শুক্রবার ভোরে মাছ ধরতে হাকালুকি হাওরে যান। আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রতন মারা যান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাহেদুল ইসলাম সমুন বজ্রপাতে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বেলা আড়াইটায় বলেন, বজ্রপাতে রতনের শরীর পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য রতনের স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় স্বজনরা ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।