মৌলভীবাজারের কমলগঞ্জে জবাই করা শতাধিক মুনিয়া পাখি, জীবিত ১০ মুনিয়া পাখি এবং পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ। শুক্রবার (৪ এপ্রিল ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার কুরমা চা বাগানের কালি টিলা এলাকা থেকে পাখি শিকারীর ফাদে পড়া মৃত ও জীবিত পাখিসহ সরঞ্জাম উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বন্যপ্রাণী বিভাগ।
বন্যপ্রাণী বিভাগ সুত্রে জানা যায়, এ সময় উপজেলার কুরমা চা বাগানের কালি টিলা এলাকা থেকে শিকার করার সরঞ্জাম, ১টি ছুরি, ১টি মোবাইল ফোন ও পাখি শিকারের দুইটা জাল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিতি বুঝতে পেরে শিকারীরা পালিয়ে যায়।
পরিবেশবাদী ও Stand For Our Endangered Wildlife (SEW) টিম সোহেল শ্যাম বলেন, শিকারীরা পাখি শিকার করলে তা যায় প্রভাবশালীদের ঘরে। যার কারণে অবাধে চলছে শিকার। এভাবে শিকার হলে ধ্বংস হয়ে যাবে বন্যপ্রাণীরা। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি শিকারী পাখি শিকার করছে তখন সাথে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামকে অবহিত করলে তিনি বন্যপ্রাণী টিমের সদস্যদের সঙ্গে নিয়ে জবাই করা শতাধি মুনিয়া পাখি ও জীবিত ১০ মুনিয়া পাখি উদ্ধার করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জবাই করা শতাধিক মুনিয়া পাখি, জীবিত ১০ মুনিয়া পাখি এবং পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।