বাগেরহাটের মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামের একটি বাল্কহেড ডুবে গেছে।
মোংলার পশুর নদীর মোহনায় ‘এমভি শাহাজাদা-৬’ নামের একটি লাইটার জাহাজের ধাক্কায় রোববার ৩১ মার্চ বিকেলে বাল্কহেডটি ডুবে যায়।
এদিকে ধাক্কা দেয়ার ঘটনায় এমভি শাহাজাদা-৬ নামের লাইটার জাহাজটিকে সন্ধ্যায় আটক করে নৌ পুলিশ।
বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। জাহাজে থাকা পাঁচ ক্রুকে উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৮০ টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে 'এমভি সাফিয়া’ নামে চালবোঝাই বাল্কহেড ছেড়ে আসে। ঈদ উপলক্ষে কম আয়ের মানুষদের জন্য চালগুলো নিয়ে আসা হয়েছিল।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ‘বাল্কহেডটিকে ধাক্কা দেয়া লাইটার এমভি শাহাজাদা-৬কে রোববার রাতে জব্দ করা হয়। এখন পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটির উদ্ধারকাজ শুরু হয়নি, তবে সরকারি চাল ওঠানো ও ডুবন্ত বাল্কহেডটির উদ্ধারকাজ সোমবার সকালে শুরু করা হবে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।