মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউছুফ আলীর সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের পূর্বে প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু এর সভাপতিত্বে ও সদস্য নির্মল এস পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় সম্মানিত অতিথি ছিলেন ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউছুফ আলী।
বিশেষ অতিথিরা ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, লেখক গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আসাদ্দুজামান শাওন, আনহার আলী, জালাল আহমদ আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভা শেষে কানাডা প্রবাসী প্রবীণ সাংবাদিক ইউছুফ আলীকে কমলগঞ্জ প্রেসক্লাব ও ধলাইর ডাকের পক্ষ থেকে সম্মাননা স্মরক তুলে দেয়া হয় ।
এছাড়াও অনুষ্ঠানে কমলগঞ্জ, মৌলভীবাজারের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক আব্দুল বাছিত খাঁন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।