বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় অভিযান চালিয়ে বুলবুল আহমেদ ওয়াতির (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ। মঙ্গলবার (১0মার্চ) সন্ধ্যায় উপজেলার মুন্সিবাজার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত বুলবুল আহমেদ ওয়াতির রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর রামচন্দ্রপুর এলাকার মৃত ওয়াদ উল্ল্যার ছেলে। তিনি কমলগঞ্জ রহিমপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিবাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।