মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছেলেসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নর্তন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আকবর আলী সোহাগ ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহান আহমেদ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাপ আপছার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়ার ৮ নম্বর রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আকবর আলী সোহাগ ডেভিল হান্ট অভিযানের তালিকার ১০৯ নম্বর এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহান আহমেদ ১১০ নম্বর আসামি।
ওসি গোলাপ আপছার বলেন, তাদেরকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকালে তাদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।