ময়মনসিংহের তারাকান্দায় মাইক্রোবাসে বাসের ধাক্কায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় মা-বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুরের শ্রীবর্দী থানাধীন চর শিমুলচরা গ্রামের মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) ও তার ভাই আনাছ আহনাফ (৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।
তিনি বলেন, সকালে শেরপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাশুরা নোকাদ্দেছ তানাছ ও তার ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত অবস্থায় স্থানীয়রা নিহতদের বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, খবর পেয়ে বাসটিকে জব্দ করতে পারলেও পালিয়েছে চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।