স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা (রাত) সাড়ে সাতটায় ভাষণ দেবেন।’
আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, সোমবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ১২ মিনিটে। এর অর্থ হলো সাড়ে সাতটায় রাত শুরু হয়ে যাবে।
বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর পঞ্চম মেয়াদে ও টানা চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণের পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।