বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে টুর্নামেন্টের শেষটা; সব কিছুতেই জনপ্রিয় আইপিএল। জমকালো আয়োজনে শুক্রবার জনপ্রিয় এ টুর্নামেন্টের সপ্তদশ আসরের পর্দা উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন একঝাঁক তারকা। যেখানে একে একে পারফর্ম করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং সংগীতশিল্পী সোনু নিগম ও এআর রহমানরা। সঙ্গে ছিল লেজার শো ও আতশবাজির দৃষ্টিনন্দন ঝলকানি।
এবারের আইপিএলের থিম ‘ইন্ডিয়া’। বলিউড অভিনেতা বোমান ইরানির আমন্ত্রণে তাই এক হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে শূন্য থেকে ঝুলতে ঝুলতে মঞ্চে নামেন অক্ষয়। তাকে সঙ্গ দেন টাইগার শ্রফ। এরপর অনুষ্ঠান চলাকালে এ আই প্রযুক্তি ব্যবহার করে মাঠে ফুটিয়ে তোলা হয় ইন্ডিয়া গেট। দেখা যায় অশোক চক্র এবং ফুটিয়ে তোলা হয় চাঁদের মাটিতে ভারতীয় চন্দ্রযানের অবতরণ।
শুরুতেই দুই বলিউড তারকা অক্ষয় আর টাইগার শ্রফ নিজেদের ছবির গানের তালে নাচলেন। মাতিয়ে তুললেন দর্শকদের। পরবর্তী সময়ে সুরের জাদুতে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামভর্তি দর্শকদের মুগ্ধ করেন সোনু নিগম ও এ আর রহমান। প্রায় হাউসফুল দর্শকের সামনে নিজেদের বিখ্যাত বেশ কয়েকটি গান গাইলেন তারা। পরে তাদের সঙ্গে যোগ দিলেন মোহিত চৌহান, নীতি মোহনের মতো গায়ক-গায়িকারা। একসঙ্গে কোরাস করে তারা হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায় গান গেয়ে শোনান।
প্রায় আধাঘণ্টা চলে এই উদ্বোধনী অনুষ্ঠান। এরপর একে একে মঞ্চে আসেন বিসিসিআই সভাপতি রজার বিন্নি, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। এরপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক ফাফ ডু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড়ের মঞ্চে ওঠার মাধ্যমে এই আনুষ্ঠানিকতার সমাপনী ঘটে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস আর বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমানকে নিয়েই প্রথম ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।