গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘একটি খোলা চিঠি’। নাটকটি নির্মাণ করেছেন রেজানুর রহমান। এই নাটকে এক সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।
তিনি বলেন, ‘ওই্ অগ্নিকাণ্ডে তো অনেকেই প্রাণ হারিয়েছেন। স্বজন হারিয়েছেন। তাদের বেদনাই তুলে ধরা হয়েছে নাটকে। এখানে আমাকে দেখা যাবে একজন নীতিবান স্কুল শিক্ষকের মেয়ে হিসেবে। যিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি।’
আশনা হাবীব ভাবনা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কানচনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী। জানা যায়, নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।