বৈদ্যুতিক সংযোগ দিয়ে ধানখেতে পাতা হয়েছিল ইঁদুর মারার ফাঁদ। সেখানে সবজি তুলতে গিয়েছিলেন বাড়ির বউ। নিজের অজান্তে ওই ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে একই ফাঁদে আটকে যান শ্বাশুড়িও। সেখানেই চির বিদায় নিয়েছেন দুইজনই।
মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে বউ ও শাশুড়ির এমনই ভাবে মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তার ছেলের বউ টুম্পা গাইন (৩৬)।
দাকোপ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক বলেন, ‘ধানখেতে বৈদ্যুতিক সংযোগ থাকায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।