সত্য প্রকাশে গণমানুষের সাথে আগামীর পথে এই শ্লোগানে প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের এক বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। দেশের বহুল প্রচারিত গণমাধ্যম প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি সাংবাদিক ইসমাইল মাহমুদ কে সভাপতি ও এশিয়ান টিভি ও প্রতিদিনের মৌলভীবাজার এর শ্রীমঙ্গল প্রতিনিধি এস কে দাশ সুমনকে সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক ডেইলি অবজারভারের প্রতিনিধি রুপম আচার্য্য কোষাধ্যক্ষ করে নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) রাতে শহরের কলেজ রোডস্থ গ্রীণলিফ গেস্ট হাউস এন্ড ইকো ট্যুরিজম এর সভাকক্ষে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের নিয়ে সর্বসম্মতি ক্রমে কমিটির বিভিন্ন পদে তাদের নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান কাজল (বাংলাদেশ বুলেটিন), সহ-সভাপতি বিকাশ দাশ বাপ্পন (নাগরদোলা), সহ-সাধারণ সম্পাদক হৃদয় দাশ শুভ (খবরের কাগজ), সাংগঠনিক সম্পাদক রুপক দত্ত চৌধুরী (তৃতীয় মাত্রা), দপ্তর সম্পাদক শেখ ওমর ফারুক নোমান (হবিগঞ্জের বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজেশ ভৌমিক (সকালের সময়), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তুষার দেব (ভোরের বাংলাদেশ নিউজ), কার্যকরী সদস্য নাজমুল হাসান নোহেল (দৈনিক দেশকাল), বিকাশ বিশ্বাস (ভোরের বাংলা নিউজ), কে এস এম আরিফুল ইসলাম (দৈনিক গণকন্ঠ)।
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে রয়েছেন- সাজু মার্চিয়াং (সিলেট টুডে), কাজল হাজরা (ফটো সাংবাদিক), দীপ্ত রায় (বিডি ইউনিয়ন নিউজ), প্রীতম কুর্মী সুজিত (আলোর নিশান), পারভেজ মিয়া (ডিপিসি বাংলা নিউজ)।
সাধারণ সভা শেষে রোডস্থ গ্রীণলিপ গেস্ট হাউসের সভাকক্ষে সাধারণ সদস্যদের কণ্ঠভোটের নির্বাচনে এই কমিটি গঠিত হয়। আগামী ১ বছরের জন্য এই কমিটি তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।