গরমে রেললাইন বেঁকে গিয়ে কুমিল্লায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত যাত্রী।
নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় রোববার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বিজয় এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর কক্সবাজারসহ সবমুখী ট্রেন চলাচল বন্ধ আছে।
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।
লিয়াকত আলী বলেন, ‘হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন এবং অন্তত তিন থেকে চারজন গুরুতর আহত আছেন। ট্রেনটিকে উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম অভিমুখী লাইন সচল আছে। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।