মানিকগঞ্জের সিংগাইরে দুই ভাইয়ের মধ্যে জমির বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই কোহেল উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহীনুর ইসলাম গুরুত্ব আহত হয়েছেন।
নিহত কোহেল উদ্দিন সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নের মধুরচর এলাকার মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বড় ভাই ইসলাম মুন্সি ও ছোট ভাই কোহেল উদ্দিনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছি। এ নিয়ে গতকাল রোববার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে লাঠিশোটা দিয়ে একে অপরের উপর হামলা করে। হামলায় কোহেল উদ্দিন ও তার ছেলে শাহীনুর ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা কোহেল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এবং তার ছেলেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে মাত্র এক ফুট জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার পর থেকে বড় ভাই ইসলাম মুন্সি পলাতক রয়েছে। এ বিষয়ে সিংগাইর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।