আজ বিশ্ব নারী দিবস। নারীরা আজ ঘরে-বাইরে সব জায়গায় এগিয়ে। কর্মক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। দেশের অন্যান্য সেক্টরের মতো শোবিজেও নারীরা সফলতার স্বাক্ষর রাখছেন। বিশ্ব নারী দিবস নিয়ে এই সময়ের জনপ্রিয় সেসব শোবিজ তারকারা বলেছেন দিনটি নিয়ে নানান কথা।
জয়া আহসান
যার জন্য আমি আজ এখানে আছি, সেই বিশেষ মানুষটি আমার মা। তার দ্বারা প্রদর্শিত পথই আজ আমার স্বপ্নপূরণে সাহায্য করেছে। আমার নারী জন্ম আলোকিত করে দিয়েছে। এই বিশেষ দিনে, আমার জীবনে মায়ের অবদানের কথা বর্ণনা করতে আমার কাছে যথেষ্ট শব্দ নেই। সবকিছুর জন্য তোমায় ধন্যবাদ মা।
শবনম বুবলী
শুধু এক দিন নারীদের মর্যাদা না দেখিয়ে সারা বছর দেখানো উচিত। তাহলে সেটা হবে নারীর প্রতি আসল অধিকার প্রদর্শন। আমাদের দেশের নারীরা আগের চেয়ে অনেক ভালো আছেন। আর যারা অবহেলার শিকার হচ্ছেন তারা প্রকৃত শিক্ষা থেকে দূরে আছেন বলেই মনে করি। তাই সব নারীর এই ব্যাপারে সচেতন হওয়া উচিত।
মেহজাবীন চৌধুরী
প্রতিটি ছেলের জীবনে এক বা একাধিক নারী থাকে। সেটা হতে পারে মা, বোন, স্ত্রী। তাই প্রতিটি পুরুষের জীবনে নারীর অবদান অনেক। আর সমাজে বাস করতে হলে নারী-পুরুষ একসঙ্গে চলতে পারলে সবদিক দিয়ে উন্নতি করা সম্ভব। এখন মিডিয়াতে পুরুষের পাশাপাশি নারীরাও দিব্যি কাজ করে যাচ্ছেন। তারাও এই অঙ্গনকে সমৃদ্ধ করছেন।
নুসরাত ফারিয়া
নারীর অধিকার নিয়ে কি এই একটি দিনই চিন্তা করব? বছরের এই একটি দিন শুধু নারীদের সম্মান জানানো হবে আর বাকি দিনগুলোতে তারা অবহেলিত থাকবেন; এমন হলে এই দিবসের কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই নারী অধিকার এখন ইতিবাচক হয়ে এসেছে। এসব ভাবনা অনেকটা এগিয়ে গেলেও এখনো আমাদের সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়নি।
কনা
একজন নারী সংগীতশিল্পী হিসেবে যদি বলি, মিডিয়ায় পুরুষ সংগীতশিল্পীরা যেমন কাজ করছেন, নারীরাও তেমনি। নারী হিসেবে আমি কখনো প্রতিবন্ধকতার শিকার হইনি। তবে আমার মনে হয় একটা জায়গায় আমাদের নারীরা পিছিয়ে, সেটা হলো নিরাপত্তা। আমরা যখন রাস্তাঘাটে চলি তখন একটু নিরাপত্তাহীন মনে হয়।
সাবিলা নূর
সত্যি বলতে আমার কাছে মনে হয়, নারী দিবস পালন করতে কোনো উপলক্ষ বা বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। আমাদের মায়েরা কিন্তু কোনো বিশেষ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরে ব্যস্ত থাকে না। আমাদের বোনেরা কিন্তু তাদের ছোট ভাই-বোনকে একটা গিফট কিনে দেওয়ার জন্য শুধু কোনো বিশেষ দিনেই পাবলিক বাসে চড়ে টিউশনি করতে যায় না। তাই আমার কাছে মনে হয় প্রতিটা দিনই নারী দিবস। এর জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই। আর একটা বিশেষ ধন্যবাদ সেইসব পুরুষদের, যারা তাদের জীবনসঙ্গীকে প্রতিদিন ভালো কিছু করতে উৎসাহ দেয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।