ম্যানচেস্টার ইউনিভার্সিটি আয়োজিত ‘ন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোসাইটাল রেসিলিয়েন্স’ সম্মেলনে যোগদানের জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
মঙ্গলবার( ৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
মেয়র মোঃ ফজলুর রহমান জানান, আগামি ৬ মার্চ ন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোসাইটাল রেসিলিয়েন্স’ সম্মেলনে যোগদানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্টানে উপস্থিত থাকবেন এবং ১৫ মার্চ তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।