সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ছাত্রকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার বিকেল ৩টার দিকে ফরেনসিক মেডিসিন আইটেম ক্লাস চলাকালিন সময় এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষার্থীরা জানান, ডা. রায়হান শরিফ বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এমনিক ওই শিক্ষক কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়ার পরও তার নিজস্ব ক্ষমতা দেখিয়ে ফরেনসিক বিভাগে ক্লাস নিতেন। ক্লাস চলাকালীন সময় ছাড়াও প্রায় তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন।
তারা আরও জানায়, আজ বিকেলে ক্লাস চলাকালীন দেশীয় পিস্তল ও ১০ থেকে ১৩টি দেশীয় ধারালো চাকু নিয়ে হঠাৎ করে ক্লাস নেওয়ার সময় অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে তিনি গুলি করেন। তমালের চিৎকারের শুনে সবাই এগিয়ে এলে ডা. রায়হান শরিফকে তালাবদ্ধ করে রাখা হয় ও তমালকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন বলেন, ‘আমি ঢাকায় আছি। ওই শিক্ষক মাঝে মধ্যেই অস্ত্র প্রদর্শন করে ক্যাম্পাসে আসেন। যতটুকু জেনেছি, আজ তিনি অসময়ে ক্লাস নিতে চাইলে শিক্ষার্থীরা অপারগতা জানান। এই নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন।’
ওই শিক্ষকের বিচার চেয়ে মেডিকেলের ছাত্র-ছাত্রী বিচার দাবিতে আন্দোলন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক পর্যবেক্ষণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।