চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইনড সুগার মিলের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সোমবার বিকেল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার ওই মিলে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন।
তিনি বলেন, ‘কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে ২টি, চন্দনপুরা থেকে ২টি, কালুরঘাট থেকে ২টি ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
‘এ ঘটনায় এখনও কোনো হতা হতের ঘটনা ঘটেনি। বিস্তারিত পরে জানানো হবে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।