মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে একটি পর্যটকবাহী জিপ গাড়ি উলটে ৭জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসক ছিলেন। তারা সবাই শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশ নিতে শ্রীমঙ্গল এসেছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন- সঞ্চিতা রায় (৪০), মিলন সরকার (৪০), চিকিৎসক দিপিকা বণিক (৪০), মিতা সাহা (৪২), তোফায়েল(২৫), ঋদিতা সাহা(১৩), উমা রানী (৪৬)।
দুর্ঘটনার কবলে পরা জীপ গাড়িতে থাকা যাত্রী অভিজিৎ সরকার বলেন, ‘আমরা লাউয়াছড়ার ভিতর দিয়ে জীপ গাড়ি ভিতরে থেকে লাউয়াছড়া ছাড়িদিক দেখছিলাম। হঠাৎ করে রাস্তার উচু উচু জায়গায় উঠার সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও যখন স্টার্ট নিচ্ছিলো না, তখন গাড়ির চালক গাড়ি থেকে নেমে যান। এসময় জীপ গাড়িটি পিছনের দিকে নামা শুরু করে ও উল্টে যায়। আমাদের গাড়িতে থাকা লোকজন আহত হয়ে গাড়িতেই পরে থাকে। পরে স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে পাঠায়। আমরা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। রাতে কুমিল্লা চলে যাবো।’
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় আহত হয়ে ৭জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবাই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসকও ছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।