রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আসন্ন ঈদযাত্রায় রেলপথে ভোগান্তি লাঘবে বিশেষ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গসহ দেশের সব রেলরুটে ট্রেন ও বগি সংখ্যা বৃদ্ধি করা হবে।’
শুক্রবার সকালে ট্রেনযোগে দুই দিনের সফরে ঢাকা থেকে রাজবাড়ী এসে রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে রেলপথমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় ভোগান্তি কমাতে শুধু অনলাইনে নয় স্টেশনেও পর্যাপ্ত টিকেট বিক্রি করা হবে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ করতে ট্রেনে বসে এবং দাঁড়িয়েও গন্তব্যে যেতে পারবে মানুষ।’
তিনি আরও বলেন, ‘সারাদেশে যেসকল স্টেশনে স্টেশন মাস্টার নেই তাদের নিয়োগ কার্যক্রম ও চলমান আছে। অচিরেই সেই সমস্যার সমমাধান হবে।’
পরে রাজবাড়ীর সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস দল রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।