রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর ভবনে বৃহস্পতিবার রাতে ধরা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে জানিয়ে ঢাকা জেলা প্রশাসন বলেছে, এখনও ছয়জনের পরিচয় মেলেনি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে শুক্রবার সকালের দিকে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত একই পরিবারের পাঁচজনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ছয়জনের পরিচয় মেলেনি।
প্রাণ হারানো ৪৬ জনের মধ্যে ১০ জন মারা যান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ৩৬ জন মারা যান ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বেইলি রোডের ভবনটিতে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে যায় বাহিনীর প্রথম ইউনিট। ১৩টি ইউনিট রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাহিনীটি আরও জানায়, রাতে আগুনের ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ১৫ নারীসহ ৭৫ জনকে। এ ছাড়া তিনজনকে মৃত ও ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।